ঐতিহ্য বাহী কুলিয়া জামে মসজিদ, ডাকঘরঃ কুলিয়া বড়ঘাট, মোল্লাহাট,বাগেরহাট।
মোল্লাহাট উপজেলা থেকে ঐতিহ্যবাহী কুলিয়া মসজিদের দুরুত্ব ১৩ কিঃ মিঃ মো্ল্লাহাট উপজেলা থেকে অটো ভ্যান বা ইজি বাইকে যাওয়া যায়। অটো ভ্যানে ভাড়া ৩০ টাকা ইজি বাইকে ভাড়া ২৫ টাকা।
0
কুলিয়া মসজিদটি মোল্লাহাট উপজেলার প্রাচীণতম মসজিদ। মসজিদটি কে নির্মাণ করেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে মুরব্বিদের মধ্যে অনেকে বলে মসজিদটি এক রাতে হয়েছে। আবার কেউ কেউ বলে হঠাৎ করে হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস