উপজেলা নির্বাহী অফিসারের বাণী
একুশশতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃথিবীর দরিদ্র জনগোষ্ঠির জন্য খুলে দিয়েছে অপার সম্ভাবনার দুয়ার। ইতিহাসের ধারাবাহিকতায় কৃষিবিল্পব, শিল্পবিপ্লবের পর বর্তমান পৃথিবী নতুন বিপ্লবের মুখোমুখি হতে চলেছে যার নাম তথ্যবিপ্লব। বর্তমান শতাব্দিতে একটি দেশের উন্নয়ন এবং দারিদ্র বিমোচনেরক্ষেত্রে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অন্যতম নিয়ামকের ভূমিকা পালন করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার মোল্লাহাট উপজেলার উন্নয়নে এবং নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশারাখি। এ সম্বৃদ্ধ জনপদের সাতটি ইউনিয়নেই রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেখান থেকে সম্মানিত নাগরিকগণ সরকারি সেবা দ্রুত পাচ্ছেন। উপজেলা ভূমি অফিস থেকে প্রায় সকল ভুমি সেবা ঘরে বসে স্মার্ট মোবাইল সেট ব্যবহার করে পাওয়া সম্ভব হচ্ছে। সম্মানিত মোল্লাহাটের নাগরিকবৃন্দ আগামী স্মার্ট বাংলাদেশ তথা ২০৪১ সালের উন্নত ও সম্বৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে এটিই প্রত্যাশিত। মোল্লাহাট উপজেলা হবে ভূমিহীন- গৃহহীনমুক্ত, ভিক্ষুকমুক্ত, নকলমুক্ত ও সম্বৃদ্ধ এক স্মার্ট মোল্লাহাট।
শোভন সরকার
উপজেলা নির্বাহী অফিসার
মোল্লাহাট,বাগেরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস