Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মোল্লাহাট এর তথ্য বাতায়নে স্বাগতম।


উপজেলার ঐতিহ্য

মোল্লাহাট উপজেলার ঐতিহ্যঃ উদয়পুর গ্রামের হযরত মাওলানা আলহাজ্ব আঃ হালিম (পীর কামেল) প্রতিষ্ঠিত উদয়পুর জামিয়া হালিমিয়া মাদ্রাসা ও এতিমখানা এ অঞ্চলের প্রসিদ্ধ স্থান। তাবিলীগ জামাতের বাংলাদেশের প্রথম মারকাস  তার প্রতিষ্ঠিত মসজিদ থেকে শুরু হয়। 

উল্লেখযোগ্য  ব্যাক্তিঃ হযরত মাওলানা আলহাজ্ব আঃ হাকিম (পীরে কামেল), ডক্টর আজিজুল হক, জনাব এস.এম নওয়াব(ডেপুটি সাহেব) জনাব এস.এম জহরুল হক (রাষ্ট্রদূত), জনাব এম এ খায়ের, জনাব এস এম আবুল কালাম আজাদ (রাষ্ট্রদুত), ডক্টর এস এম সেলিম (রুষ্ট্রদুত)।

ঐতিহাসিক ঘটনাবলিঃ বাংলাদেশের কোথাও যখন তাবলীগের নাম গন্ধ ছিল না তখন ঈমান আখলাক, চরিত্র , এবং ইসলামি জেন্দেগীর সমস্ত কিছু হযরত মোহাম্মদ (সঃ) এর মত সমস্ত মানুষ নিজের জেন্দেগী গঠন করে নিতে পারে। উদয়পুর মাদ্রসার মোহতামেম জনাব হযরত মাওলানা আজিজুর রহমান আমীর নিযুক্ত হন। উদয়পুর মাদ্রাসার মসজিদ ছিল বাংলাদেশের তাবলীগের প্রথম মারকাস। সেই থেকে এই পর্যন্ত তাবলিগের কাজ সারাদেশে শুনামের শহীত চলে আসছে,এই তাবলীগের অবদানে বর্তমান বাংলাদেশে বিশ্ব এস্তেমা্ হইতেছে। বিভিন্ন রাষ্ট্রের মানুষ তাতে অংশ গ্রহণ করতেছে।

 

মৃক্তিযোদ্ধাঃ১৪০০ প্রায় জন । তার মধ্যে ১৯ জন শহীদ মুক্তিযোদ্ধ, ৭জন যুদ্ধাহত। জনাব হাসান উদ্দিন বীর বিক্রম, জনাব হান্নান আদিবাসী সম্প্রদায় নাই।

জলবায়ু-আবহাওয়াঃ বাংলাদেশের অন্যান্য স্থানের মত উপজেলাও ক্রান্তীয় মৌসুম জোড়ালো ভাবে প্ররিলক্ষিত হয়। বর্ষা মৌসুম অন্তত শুস্ক ও শীতল। জলীয় বাষ্প খবুই কম থাকে। মাঝে মাঝে আলহা বৃষ্টি ঝড় বা দমকা হওয়া বইতে থাকে।

 

উপজেলার উৎপত্তি, নাম করণ ও সৃষ্টির ইতিহাসঃ মোল্লাহাচটর উপত্তি ও নাম করণঃ মোল্লাহাট উপজেলা নাকরণ সম্মদ্ধে বিশেষ কোন তথ্য নাই তবে এই উপজেলার নাম কেন মোল্লাহাট হইল সেই সমদ্ধে